হোম > সারা দেশ > রংপুর

এক দফা দাবিতে রংপুরে লাঠিমিছিল নার্সিং শিক্ষার্থীদের

রংপুর প্রতিনিধি

রংপুরে লাঠিমিছিল। ছবি: আজকের পত্রিকা

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে রংপুরে লাঠিমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ২৯ মে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল মোড়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির রংপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

ডিপ্লোমা কোর্সধারী নার্সদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে অভিযোগ তুলে শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাঁদের ডিগ্রি স্বীকৃতির বিষয়ে উদাসীনতা দেখিয়ে আসছে। অথচ তাঁরা দেশের স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা নার্সিং পাস করার পরও তাঁরা শিক্ষা, চাকরি ও উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ডিপ্লোমা কোর্সগুলোকে যদি ডিগ্রির সমমান না দেওয়া হয়, তাহলে এই পেশায় আগ্রহ হারাবে ভবিষ্যৎ প্রজন্ম। ফলে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘আমরা নোটিশের মাধ্যমে জানতে পেরেছি, ২৯ মে আন্তমন্ত্রণালয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার বিষয়ে আলোচনা সভা আছে। ওই দিন বা তার আগে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয়। তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড