হোম > সারা দেশ > রংপুর

হিন্দুপল্লিতে হামলা: সাংবাদিক সেলিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর

রংপুর প্রতিনিধি

সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় উসকানির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গঙ্গাচড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। পরে তাঁকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার জেরে ওই রাতেই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।

পরদিন সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলায় কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলার কিশোরগঞ্জ থেকে দফায় দফায় লোকজন এসে হিন্দুপল্লিতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে, তাতে একজন পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের একাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়।

ঘটনার পর রবীন্দ্রনাথ নামে এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের দুই দিনের রিমান্ড এরই মধ্যে মঞ্জুর হয়েছে। এবার ষষ্ঠ গ্রেপ্তার হাবিবুর রহমান সেলিমকেও রিমান্ডে পেল পুলিশ।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ