হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ভাড়া নিয়ে তর্ক, মারধরে ভ্যানচালকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাত্রীদের মারধরে রাসেল মিয়া (৩০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে। 

নিহতের স্বজন ও পুলিশ বলছে, রাসেল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার সন্ধ্যার পর তিনি যাত্রী নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় যাত্রীরা নেমে যাওয়ার পর ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে রাসেলকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামের তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়। সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে সাদুল্যাপুর থানার ওসি শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) নিহতের বাবা নান্দু শেখ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করছেন। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।’

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল