হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন বাড়িতে পানি ছিটানোর সময় বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম মন্ডল (৪৮) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এর আগে রোববার সন্ধ্যা ৭টার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মজিদুর রহমান সাদা। 

রফিকুল ইসলাম উপজেলার আসমতপুর গ্রামের মাহাতাব উদ্দীন মন্ডলেরর ছেলে। তিনি পরিবার নিয়ে পৌর শহরের গৃধারীপুর গ্রামে বসবাস করতেন। পলাশবাড়ী পৌরশহরের চৌধুরী মার্কেটে মন্ডল হার্ডওয়্যার নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। 

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদে উঠে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন রফিকুল ইসলাম। ভবনের দেড় ফুট দূরত্ব দিয়ে ৩৩শ কেভি পল্লি বিদ্যুতের তার চলে গেছে। পাইপের পানি ওই তারের সঙ্গে লাগলে বিদ্যুতায়িত হন তিনি।  পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে সন্ধ্যায় বাড়ির পাশে এসএমবি হাইস্কুল মাঠে রাখা মরদেহ নড়ে ওঠার গুজব ছড়ায়। পরে ডাক্তার মজিদুর ঘটনাস্থলে এসে দ্বিতীয় দফা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

ডাক্তার মজিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষায় রফিকুলের হার্টবিট, পালস্ কিছুই পাওয়া যায়নি। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ