হোম > সারা দেশ > দিনাজপুর

 ৫০ ফুট মিনারের চূড়ায় তরুণী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের ৫০ ফিট উঁচু মিনার থেকে সুমি (২৫) নামের মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। 

মানসিক ভারসাম্যহীন ওই তরুণী উপজেলার পশ্চিম গৌরীপাড়া (জোলাপাড়া, বৌবাজার) এলাকার বাসিন্দা স্বর্গীয় ঠাকুর দাস ও চন্দনা রাণী দম্পতির মেয়ে। 

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার ডাঙ্গাপাড়া মসজিদের ৫০ ফুট উঁচু মিনারে ওই তরুণীকে দেখতে পান স্থানীয়রা। এ সময় ওই তরুণী মসজিদের মিনের ওপর লাফালাফি করছিলেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

ওই তরুণীর মা চন্দনা রানী বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা আছে, এদিক-ওদিক চলে যায়। বেশ কিছুদিন ধরে সে নিখোঁজও ছিল। আজ স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে নিয়ে এসেছি।’ 

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ৫০ ফুট উঁচু মিনার থেকে মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ