হোম > সারা দেশ > দিনাজপুর

 ৫০ ফুট মিনারের চূড়ায় তরুণী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের ৫০ ফিট উঁচু মিনার থেকে সুমি (২৫) নামের মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। 

মানসিক ভারসাম্যহীন ওই তরুণী উপজেলার পশ্চিম গৌরীপাড়া (জোলাপাড়া, বৌবাজার) এলাকার বাসিন্দা স্বর্গীয় ঠাকুর দাস ও চন্দনা রাণী দম্পতির মেয়ে। 

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার ডাঙ্গাপাড়া মসজিদের ৫০ ফুট উঁচু মিনারে ওই তরুণীকে দেখতে পান স্থানীয়রা। এ সময় ওই তরুণী মসজিদের মিনের ওপর লাফালাফি করছিলেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

ওই তরুণীর মা চন্দনা রানী বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা আছে, এদিক-ওদিক চলে যায়। বেশ কিছুদিন ধরে সে নিখোঁজও ছিল। আজ স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে নিয়ে এসেছি।’ 

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ৫০ ফুট উঁচু মিনার থেকে মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু