হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে চালু হলো ২ টাকার সবজির বাজার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরে দরিদ্রদের জন্য ২ টাকার সবজির বাজার চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে আনুষ্ঠানিকভাবে বাজার চালু করে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদের আগের দিন পর্যন্ত জেলা সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি চলবে।

উদ্বোধনী দিন দেড় শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মধ্যে এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি করে মিষ্টি কুমড়া, একটি লাউ ও একটি ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজের বাজার মূল্য প্রায় দেড় শ টাকা। তবে মাত্র ২ টাকার বিনিময়ে এই সবজি প্যাকেজ পেয়েছেন সুবিধাবঞ্চিত মানুষ। স্বল্প মূল্যে সবজি পেয়ে খুশি তারা।

দুই টাকার সবজি বাজারে সবজি কিনতে আসা আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দিন ভিক্ষা করে যে টাকার জোগান হয় তাতে খুব একটা ভালো মন্দ খাওয়া হয় না। দুই টাকার বিনিময়ে অন্তত পেট পুড়ে সবজি ডিম খাওয়ার সুযোগে খুশি আমি।’

আকবর বলেন, ‘মাত্র ২ টাকায় এতোগুলা সবজি পাইলং। সঙ্গে ডিম। এটা হামার জন্যে খুব ভালো হইল। এ বাজার গরিব মানুষের জন্য রহমত।’

সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘দুই টাকার বিনিময়ে তার এ কর্মসূচিতে ঈদের আগের দিন পর্যন্ত দরিদ্র মানুষ ডিমসহ ৫টি আইটেম ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুশইত মানুষের মধ্যে এসব পণ্য নামমাত্র মূল্যে বিতরণ করা হবে। এটা রিলিফ নয়, অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হচ্ছে। এটি দয়া বা করুণা নয়, এটা তাদের অধিকার।’

ঈদের আগে তাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মাত্র ১০ টাকার বিনিময়ে ঈদের পোশাক বিক্রি করা হবে বলে জানান এই সংগঠক।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস