হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে অজ্ঞাত রোগে খামারির ২৫ গরুর মৃত্যু

দিনাজপুর ও বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে একটি খামারে অজ্ঞাত রোগে গত তিন দিনে ২৫ গরুর মৃত্যু হয়েছে। উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণ নগর ঘোষপাড়ার গোপাল ঘোষের খামারে এ ঘটনা ঘটে। এতে ওই খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

খবর পেয়ে গতকাল শনিবার রাত থেকে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের দুজন সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 

জানা যায়, খামারে থাকা গরুগুলোর মুখ দিয়ে লালা আসার কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েছে। এতে একের পর এক গরু মারা যাচ্ছে। হঠাৎ করে অজ্ঞাত রোগে গরু মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পশু মালিক ও খামারিরা। 

খামারি গোপাল ঘোষ আজকের পত্রিকাকে বলেন, তার গরুর খামারে ১৩০টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। গত বৃহস্পতিবার দিনের বেলা হঠাৎ করে খামারের কয়েকটা গরু অসুস্থ হয়ে পড়ে। এরপর রাত থেকে গরুর মুখ দিয়ে লালা পড়ার শুরু করে। কোন কিছু বুঝে ওঠার আগেই একের পর এক গরু মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ (রোববার) পর্যন্ত খামারের ২৫টি গরু মারা গেছে বলে জানান তিনি। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে রোগটিকে এসএমজি ফুট অ্যান্ড মাউথ রোগে পশুগুলো আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানি শূন্যতার কারণে পশুগুলো মারা গিয়ে থাকতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘খামারটিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। সেগুলো সমাধানের পাশাপাশি পানি শূন্যতা পূরণে স্যালাইন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে মেঝেতে খড় বিছাতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমাদের দুজন মাঠকর্মী সেখানে সার্বক্ষণিক অবস্থান করছেন।’

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা