হোম > সারা দেশ > লালমনিরহাট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম সকাল থেকে বন্ধ রয়েছে। উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে, পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালনে-বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ এ দিন ব্যবসায়ী সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বিজিবি কমান্ডার, ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় চ্যাংড়াবান্দা স্থল শুল্ক স্টেশন কাস্টমস, বিএসএফ কমান্ডার, চ্যাংড়াবান্দা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে জানিয়েছে। 

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ব্যবসায়ীরা ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, এ জন্য বন্ধ রয়েছে। তবে আগামী ২২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল থেকে যথানিয়মে আবারও আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চালু হবে।’ 

বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ চৌকির (ইমিগ্রেশন) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।’ 

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এ স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম করছে না। এ কারণে স্থলবন্দর বন্ধ আছে।’ 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড