হোম > সারা দেশ > রংপুর

অনৈতিক কাজে জড়িত সন্দেহে নারীসহ ৪ জন গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার হারাগাছ পৌর শহরের ঠাকুরদাস মেনাজ বাজার বাঁধের পাড় এলাকার মো. আনোয়ার হোসেন (৪২), কসাইটারীর মো. রাজু (৩৫), ঠাকুরদাস গোন্ডেনের ঘাট বাংলাবাজারের মো. মজনু মিয়া (৫৭) ও এক নারী (৩০)।

বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার এসআই আক্তারুজ্জামান বলেন, রোববার রাতে হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তাঁরা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। আটক চারজনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন, ২০১৮-এর ৭৫ ধারায় মামলা হয়েছে। আজ (সোমবার) তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড