হোম > সারা দেশ > রংপুর

অনৈতিক কাজে জড়িত সন্দেহে নারীসহ ৪ জন গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার হারাগাছ পৌর শহরের ঠাকুরদাস মেনাজ বাজার বাঁধের পাড় এলাকার মো. আনোয়ার হোসেন (৪২), কসাইটারীর মো. রাজু (৩৫), ঠাকুরদাস গোন্ডেনের ঘাট বাংলাবাজারের মো. মজনু মিয়া (৫৭) ও এক নারী (৩০)।

বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার এসআই আক্তারুজ্জামান বলেন, রোববার রাতে হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তাঁরা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। আটক চারজনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন, ২০১৮-এর ৭৫ ধারায় মামলা হয়েছে। আজ (সোমবার) তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ