হোম > সারা দেশ > রংপুর

অনৈতিক কাজে জড়িত সন্দেহে নারীসহ ৪ জন গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার হারাগাছ পৌর শহরের ঠাকুরদাস মেনাজ বাজার বাঁধের পাড় এলাকার মো. আনোয়ার হোসেন (৪২), কসাইটারীর মো. রাজু (৩৫), ঠাকুরদাস গোন্ডেনের ঘাট বাংলাবাজারের মো. মজনু মিয়া (৫৭) ও এক নারী (৩০)।

বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানার এসআই আক্তারুজ্জামান বলেন, রোববার রাতে হারাগাছ পৌর শহরের বাংলাবাজার এলাকায় স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তাঁরা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। আটক চারজনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন, ২০১৮-এর ৭৫ ধারায় মামলা হয়েছে। আজ (সোমবার) তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার