রংপুরের মিঠাপুকুরে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম মিয়া (১৪) নামের এক শিক্ষার্থীর নিহত হয়েছে। আজ বুধবার গাইবান্ধা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের এজরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম উপজেলার রাণীপুকুর ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে বলদীপুকুর শাহ্ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিম লেখাপড়ার খরচ জোগাতে মাঝে-মধ্যে শ্রমিকের কাজ করত। গত মঙ্গলবার রাতে বিকল হওয়া একটি ট্রাক্টর পাহারা দিচ্ছিল সে। ভোর রাতে ফাহিম এজরা পাড়া এলাকায় বিকল ট্রাক্টরের পাশে ঘুমিয়ে পড়ে। এ সময় বালুবাহী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ফাহিমের মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ড্রাম ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।