হোম > সারা দেশ > নীলফামারী

পেশা নয়, শিক্ষকতাকে নেশা হিসেবে নিতে হবে: প্রতিমন্ত্রী জাকির

নীলফামারী প্রতিনিধি

পেশা হিসেবে নয় বরং শিক্ষকতাকে নেশা হিসেবে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আজ সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘পেশা হিসেবে নয়, শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে। শিক্ষকতা নেশা হিসেবে নিলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভব।’

প্রতিমন্ত্রী জাকির হোসেন আরও বলেন, ‘আমাদের একমাত্র অবলম্বন শিক্ষা। শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। আর এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবার ওপরে। মায়েরাই সন্তানদের প্রথম শিক্ষক। তাই মানসম্মত শিক্ষার জন্য, মানসম্মত শিক্ষক দরকার। তাই আমরা এ বছর ৩৭ হাজার মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছি।’ 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, নীলফামারী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মুজাহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।  এ ছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দীন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য রাখেন।

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার