হোম > অপরাধ > রংপুর

বোনের সম্পর্কের পক্ষ নেওয়ায় মাকে মারধর করল ছেলে 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় মাকে গাছে বেঁধে দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন সন্তানের জননী মনোয়ারা বেগমকে (৩৬) তাঁর স্বামী ও ছেলে সুপারিগাছের সঙ্গে বেঁধে দিনভর নির্যাতন করে। গত বুধবার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ভুক্তভোগী নারীর মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে প্রথমে স্বামী বজলুর রহমান ও বড় ছেলে শাহরিন ইসলাম মিঠুর সঙ্গে ঘটনার দিন বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মনোয়ারা বেগম মেয়ের পক্ষে কথা বললে বজলুর রহমানের সামনেই তাঁর ছেলে মিঠু মা মনোয়ারা বেগমকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যান। পরে একটি সুপারিগাছে ওড়না দিয়ে বেঁধে দিনভর তাঁকে মারধর করেন। লাঠি ও লোহার রড দিয়ে আঘাতে মনোয়ারা বেগম চিৎকার করতে করতে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নির্যাতন সহ্য করতে না পেরে এক প্রতিবেশী ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে মনোয়ারা বেগমকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। 

স্থানীয় প্রতিবেশী দুলাল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত অমানসিকতার পরিচয় দিয়েছে। ওই নারীর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে দাবি করেন আনোয়ারা বেগমের মা। 

এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, `সংবাদ পেয়ে আমরা মনোয়ারা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু