হোম > সারা দেশ > রংপুর

পৃথক দুর্ঘটনায় দিনাজপুরে দম্পতিসহ ৩ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে আদিবাসী দম্পতিসহ বেসরকারি হাসপাতালের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে দিনাজপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দম্পতি হলেন-পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দর আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬০) ও তার স্ত্রী মালতি মার্ডি (৫০)। 

স্থানীয়রা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালের মৈত্রী ফিলিং স্টেশনের সামনে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকচালক ও তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজন (স্বামী-স্ত্রী) মারা যান। চলকসহ বাকি আহত দুজনকে হাসপাতালে ভর্তি কর হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে। 

এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজ থেকে নিচে পড়ে আব্দুল্লাহিল বারি (৪০) নামে ইসলামী ব্যাংক হাসপাতালের এক মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন। 

দিনাজপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ‘নিহত আব্দুল্লাহিল বারি সহকর্মীর বাসা থেকে কাউগাঁও রেল লাইন পারাপারের ফুটওভার ব্রিজে মোটরসাইকেল চালিয়ে পার হতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তার বাড়ি ৭ নম্বর উপশহর এলাকায়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। 

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ মৃধার সঙ্গে যোগাযোগ করা হলে সে কিছু জানেন না বলে জানান। তিনি বিষয়টি সম্পর্কে খবর নেবেন বলে জানান।

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি