হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড় সুগার মিলের জমি দখল বিএনপি নেতার, ৭ দিন পর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সুগার মিলের ২০ শতক জমি এক বিএনপি নেতা দখলে নেওয়ার ৭ দিন পর সেনাবাহিনীর সহযোগিতায় পুনরুদ্ধার করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে জেলার বোদা পৌরসভার থানাপাড়া এলাকায় চিনিকলের সাবজোনের এসইডিওর কোয়ার্টার চত্বরে এই উদ্ধার অভিযান চালানো হয়। 

পঞ্চগড় সুগার মিলের কর্তৃপক্ষ জানায়, বোদা পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নিয়ন্ত্রণে ছিল পঞ্চগড় সুগার মিলের জমি। ক্রয়সূত্রে জমির মালিকানা দাবি করে গত ৭ আগস্ট প্রথমে আরিফুর রহমানের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়, পরে ওই সাইনবোর্ড সরিয়ে ফেলে আরিফুরের বাবা আবদুল কুদ্দুসের নামে নতুন সাইনবোর্ডে টাঙানো হয়। গতকাল সেনাবাহিনী অভিযান চালিয়ে দখলদারদের টিনের চালাঘর ভেঙে চিনিকলের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সেখানে একটি পরিত্যক্ত বাসভবনে তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়। 

দখলের ঘটনায় সুগার মিল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সেনাক্যাম্প ও বোদা থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়। এই ঘটনা নিয়ে গত মঙ্গলবার আজকের পত্রিকায় ‘সুগার মিলের জমি দখল বিএনপি নেতার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। 

উদ্ধার অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, সেনাবাহিনীর সদস্যসহ পঞ্চগড় সুগার মিলের ইনচার্জ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পঞ্চগড় সুগার মিলের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘ওই জমিটি সরকারি সম্পত্তি। সেখানে সুগার মিলের সাবজোনের কোয়ার্টার ছিল। ১৯৭৭ সালে কেনা ওই জমিতে সুগার মিলের স্থাপনা আছে। দখলেও ছিল। কিন্তু ৭ আগস্ট হঠাৎ করেই জমিটি দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।’ 

ইউএনও শাহরিয়ার নজির বলেন, ‘জমি দখল হওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছিল। ওই জমিটি সরকারি সম্পত্তি। গতকাল বুধবার দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় চিনিকল কর্তৃপক্ষ জমি দখলে নিয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ