হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীসহ দুজনের মৃত্যু

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীতে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে ফয়জুল ইসলাম (৬৫) ও জায়েদ হোসেন খান চঞ্চল (৬৮) নামে দুজন নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে জেলার সদর উপজেলার খয়রাত নগর রেল স্টেশনের কাছে এবং দুপুরে সৈয়দপুর স্টেশনের এক নম্বর রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সৈয়দপুর রেলওয়ে পুলিশ জানায়, মৃত ফয়জুল ইসলাম সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া এলাকার জবান আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি। খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ সকাল সাড়ে ৭টার দিকে চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি। 

অন্যদিকে জায়েদ হোসেন নওগার রানীনগরের দুর্গাপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় বসবাস ও ব্যবসা করতেন তিনি। একই শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে ছাতা ও কাসা-পিতলের বাসনপত্রের একটি দোকান রয়েছে তার। আজ দুপুরে উল্লেখিত এলাকায় রেললাইনের একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটি উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, পৃথক দুটি জায়গায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা করেছে।

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার