হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের ল্যাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অফিস সময়ে হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের প্যাথলজি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে পৌনে ১০টার দিকে প্যাথলজি বিভাগের পেছনের ইউপিএস রুম থেকে হঠাৎ করে প্রথমে পোড়া গন্ধ ও পরে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় প্যাথলজি বিভাগের লোকজন দ্রুত সেখানে গিয়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘হঠাৎ করেই আমরা পোড়া গন্ধ ও ধোঁয়া দেখতে পাই। দ্রুত সবাই সেখান থেকে নিরাপদ স্থানে সরে গিয়ে পেছনের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেই। অফিস সময় হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছু রিয়েজেন্ট নষ্ট হয়েছে। ইউপিএসের ব্যাটারিগুলো নষ্ট হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কর্মীরা অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসে। বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ