হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের ল্যাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অফিস সময়ে হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের প্যাথলজি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে পৌনে ১০টার দিকে প্যাথলজি বিভাগের পেছনের ইউপিএস রুম থেকে হঠাৎ করে প্রথমে পোড়া গন্ধ ও পরে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় প্যাথলজি বিভাগের লোকজন দ্রুত সেখানে গিয়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘হঠাৎ করেই আমরা পোড়া গন্ধ ও ধোঁয়া দেখতে পাই। দ্রুত সবাই সেখান থেকে নিরাপদ স্থানে সরে গিয়ে পেছনের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেই। অফিস সময় হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছু রিয়েজেন্ট নষ্ট হয়েছে। ইউপিএসের ব্যাটারিগুলো নষ্ট হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কর্মীরা অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসে। বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ