হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালের ল্যাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অফিস সময়ে হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের প্যাথলজি বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে পৌনে ১০টার দিকে প্যাথলজি বিভাগের পেছনের ইউপিএস রুম থেকে হঠাৎ করে প্রথমে পোড়া গন্ধ ও পরে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় প্যাথলজি বিভাগের লোকজন দ্রুত সেখানে গিয়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘হঠাৎ করেই আমরা পোড়া গন্ধ ও ধোঁয়া দেখতে পাই। দ্রুত সবাই সেখান থেকে নিরাপদ স্থানে সরে গিয়ে পেছনের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেই। অফিস সময় হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছু রিয়েজেন্ট নষ্ট হয়েছে। ইউপিএসের ব্যাটারিগুলো নষ্ট হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কর্মীরা অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসে। বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ