হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার শিক্ষককে আদালত চত্বরে মারধর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিকে গণধোলাই দেন বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুলশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আদালতে হাজির করার সময় পুলিশ হেফাজতেই মানিককে মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র-জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়ে।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিকে গণধোলাই দেন বিক্ষুব্ধ জনতা। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে বক্তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাঁদের আশ্বস্ত করে বলেন, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক গলে বের হতে না পারে, তা নিশ্চিত করা হবে। দোষ প্রমাণিত হলে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষক মোজাম্মেল হক মানিক শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভুক্তভোগী ছাত্রী প্রাইভেট পড়তে যায়। এ সময় মানিক তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে শিক্ষক মানিকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর শিশুটির স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল রাতে সদর উপজেলার ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ