বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আজকের সমাবেশ শেখ হাসিনার জন্য বড় বার্তা। আওয়ামী লীগের মতো একটা অবিশ্বাসীর দল মাথার ওপরে জোর করে বসে শাসন করছে। সেই আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের মানুষকে ঠকানোর ইতিহাস।’
আজ শনিবার রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির গণসমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
টুকু বলেন, ‘ঋণ শোধ করতে গিয়ে ফকির হয়ে গেছে। শেখ হাসিনা বলেন, দুর্ভিক্ষ এল, দুর্ভিক্ষ এল। আপনারা ক্ষমতায় গেলে দুর্ভিক্ষ আসে। বাংলাদেশকে আপনি মিথ্যা উন্নয়নের বুলি শুনিয়েছেন। আগে বড়াই করত, এত রিজার্ভ। এখন রিজার্ভও নাই। বিশ্বব্যাংক থেকে হিসাব এসেছে রিজার্ভ নাই।’
টুকু আরও বলেন, ‘এবারের লড়াই, জেতার লড়াই। আমরা লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে আমরা জয়লাভ করতে চাই। সারা বাংলাদেশ অচল করে দেব। আপনাদের পদত্যাগে বাধ্য করব। মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রংপুর মিছিলে মিছিলে মুখরিত। পায়ে হাঁটা মিছিল, ভ্যানের মিছিল। যদি জনতা বিক্ষুব্ধ হয়, তাহলে তাদেরকে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না। আজকে তারা জানান দিচ্ছে, বর্তমান অবৈধ সরকার তোমার সময় শেষ।