হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

নীলফামারী প্রতিনিধি

উজানের ঢলে আর ভারী বর্ষণে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার দশমিক ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির প্রবাহের এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। 

ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার জানান, সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি বাড়ছে। ফলে চরাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। 

শহীদুজ্জামান আরও বলেন, যেভাবে পানি বাড়ছে, এতে রাতের মধ্যে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, উজানের ঢলে আর ভারী বর্ষণে তিস্তার পানির প্রবাহ আজ (রোববার) বিকেলের পর থেকে বাড়ছে। 

সন্ধ্যা ৬টার দিকে এই পয়েন্টে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৭ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হয়। 

এরপর সন্ধ্যা ৭টায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে দশমিক ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ব্যারেজের জলকপাট খুলে রেখে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানান তিনি। 

ডিমলা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, নদীর চরাঞ্চলের বসবাসকারী মানুষকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট চরাঞ্চলের ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের এ পূর্বাভাস জানানো হয়েছে। এ জন্য চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নেওয়ার জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা