কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝাড়ে থাকা বাঁশের ওপর থেকে লাফি দিয়ে শাখাওয়াত হোসেন (৫৭) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ। নিহত শাখাওয়াত হোসেন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এর আগে, গতকাল বিকেল ৫টার দিকে তিনি নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও পরিবার জানায়, শাখাওয়াত হোসেন দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছিল। ওই দিন রাতে বাথরুমে যাওয়ার কথা বলে দৌঁড়ে গিয়ে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে চলে যান তিনি। তারপর বাঁশের ওপর থেকে লাফ দেন। শব্দ শুনে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বাঁশঝাড় এলাকা থেকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।