হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

স্বর্ণের খোঁজ করা সেই ইটভাটা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থান ঘিরে রেখেছে প্রশাসন। আজ রোববার দুপুরে গিয়ে এ দৃশ্যের দেখা মেলে। 

সরেজমিন দেখা গেছে, কাতিহার বাজার প্রবেশ করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। একইভাবে ইটভাটার মাটির বিপরীত দিকে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যে দায়িত্ব পালন করছেন। মাটির স্তূপে লাল কাপড়ের নিশানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। একজন গ্রাম পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ইটভাটার একটু সামনেই রাজোর মোড় এলাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হকের তদারকিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা পাহারায় রয়েছেন। 

ইউএনও বলেন, মাটি খননের সন্ধানে যে আসছে, তাকেই আইনের আওতায় নেওয়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ইটভাটার ওই মাটির স্তূপে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হবে না। 

এর আগে মাটির স্তূপ খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এ ধরনের কথা রটিয়ে পড়লে সাধারণ মানুষ হুমড়িয়ে খেয়ে শাবল, ডাঙ্গি ও কোদাল নিয়ে দিন–রাত সমানতালে ওই ইটভাটার মাটির স্তূপ খনন শুরু করে। এটি কোনোভাবেই সামাল দিতে না পারায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন গতকাল শনিবার রাতে ইটভাটার ওই মাটির স্তূপে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন। সে থেকে সেখানে সাধারণ মানুষ আর সেভাবে ভিড়তে পারছে না।

আরও পড়ুন:

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ