হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

স্বর্ণের খোঁজ করা সেই ইটভাটা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থান ঘিরে রেখেছে প্রশাসন। আজ রোববার দুপুরে গিয়ে এ দৃশ্যের দেখা মেলে। 

সরেজমিন দেখা গেছে, কাতিহার বাজার প্রবেশ করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছেন। একইভাবে ইটভাটার মাটির বিপরীত দিকে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যে দায়িত্ব পালন করছেন। মাটির স্তূপে লাল কাপড়ের নিশানা দিয়ে ঘিরে রাখা হয়েছে। একজন গ্রাম পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছেন। ইটভাটার একটু সামনেই রাজোর মোড় এলাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হকের তদারকিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা পাহারায় রয়েছেন। 

ইউএনও বলেন, মাটি খননের সন্ধানে যে আসছে, তাকেই আইনের আওতায় নেওয়া হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ইটভাটার ওই মাটির স্তূপে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হবে না। 

এর আগে মাটির স্তূপ খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ। এ ধরনের কথা রটিয়ে পড়লে সাধারণ মানুষ হুমড়িয়ে খেয়ে শাবল, ডাঙ্গি ও কোদাল নিয়ে দিন–রাত সমানতালে ওই ইটভাটার মাটির স্তূপ খনন শুরু করে। এটি কোনোভাবেই সামাল দিতে না পারায় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন গতকাল শনিবার রাতে ইটভাটার ওই মাটির স্তূপে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেন। সে থেকে সেখানে সাধারণ মানুষ আর সেভাবে ভিড়তে পারছে না।

আরও পড়ুন:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ