হোম > সারা দেশ > দিনাজপুর

জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া, হার্টঅ্যাটাকে মৃত্যু: আটক ৩

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে হার্টঅ্যাটাকে মো. মোতালেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ওই স্থান থেকে স্থানীয়রা তিন জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মির্জাপুর এলাকার শাখা যমুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোদ্র গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। আটককৃত তিন জুয়াড়ি হলেন, পীরগঞ্জ উপজেলার টুকরি দক্ষিণ পাড়া গ্রামের মৃত. রমিজ উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪০), একই উপজেলার বলদি বাতান গ্রামের মহেন্দ্র চন্দ্রের ছেলে রমনি কান্ত (৩৬), খালাশপীর এলাকার মতিয়ার রহমানের ছেলে মুশফিকুর রহমান (৩৫)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় জামাদারপাড়া গ্রামের সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শাখা যমুনা নদীর পাড়ে নির্জন স্থানে জুয়া খেলছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁদের ধাওয়া করেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে নৌকাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় মোতালেব অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে পড়েন। তাঁকে রেখে বাকি কয়েকজন নদীর অপর পাড়ে চলে যান। পরে স্থানীয়রা এসে মোতালেবকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন। এ সময় তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং তিন জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত মুঠোফোনে বলেন, শাখা যমুনা নদীর পাড়ে জুয়াখেলা শেষে ফেরার সময় হৃৎক্রিয়া বন্ধ হয়ে মোতালেব হোসেন নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ধাওয়া করে তিন জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ