হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় তাঁর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম। আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

রোকনুজ্জামান বিপ্লব বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে জানতে পারেন, বীরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন গাছ চুরি হয়েছে। ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের ১০০ গজ পশ্চিমে গোপালগঞ্জ থেকে কবিরাজহাটগামী পাকা সড়কের একটি রেইনট্রি ও একটি কড়ইগাছ কেটে নিয়েছে চোরেরা।

স্থানীয়দের কাছে থেকে মামলার বাদী আজিজুল ইসলাম জানতে পারেন, জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা দু-তিনজন গাছগুলো কেটে নিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড়গাছ চুরি করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৫০০ টাকা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশক্রমে মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘গতকাল জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ