হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের পল্লী বড় বদনাপাড়া গ্রামের মরিচখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মাথা এখনো খুঁজে পায়নি পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন উপজেলার চতরা ইউনিয়নের পল্লি বড় বদনাপাড়া গ্রামের একটি মরিচখেতে মাথাবিহীন রক্তাক্ত নারীর মরদেহ পরে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহটি পরিচয় শনাক্ত করে। ওই নারী গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার দেলালপুর গ্রামে রবিউলের মেয়ে দেলোয়ারা (৩০)।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘মাথা ছাড়া লাশ পড়ে আছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাথাবিহীন দেহটি উদ্ধার করি। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’  

নারীর পরিচয়ের বিষয়ে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় প্রাথমিকভাবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। লাশের মাথা উদ্ধারে পুলিশ লাশের আশপাশে ঝোপঝাড় ও পার্শ্ববর্তী নদীতে খুঁজছে। এখন পর্যন্ত লাশের মাথা খুঁজে পাওয়া যায়নি। লাশের মাথা উদ্ধারে অভিযান চলমান থাকবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ডি সার্কেল) মোছা. আসিফা আফরোজ।’

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল