হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের পল্লী বড় বদনাপাড়া গ্রামের মরিচখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মাথা এখনো খুঁজে পায়নি পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন উপজেলার চতরা ইউনিয়নের পল্লি বড় বদনাপাড়া গ্রামের একটি মরিচখেতে মাথাবিহীন রক্তাক্ত নারীর মরদেহ পরে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহটি পরিচয় শনাক্ত করে। ওই নারী গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার দেলালপুর গ্রামে রবিউলের মেয়ে দেলোয়ারা (৩০)।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘মাথা ছাড়া লাশ পড়ে আছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাথাবিহীন দেহটি উদ্ধার করি। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’  

নারীর পরিচয়ের বিষয়ে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় প্রাথমিকভাবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। লাশের মাথা উদ্ধারে পুলিশ লাশের আশপাশে ঝোপঝাড় ও পার্শ্ববর্তী নদীতে খুঁজছে। এখন পর্যন্ত লাশের মাথা খুঁজে পাওয়া যায়নি। লাশের মাথা উদ্ধারে অভিযান চলমান থাকবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব ডি সার্কেল) মোছা. আসিফা আফরোজ।’

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন