হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ইমামের মৃত্যু, আহত ২

প্রতিনিধি, কালীগঞ্জ (লালমনিরহাট)

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে হাসমত আলী (৪২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার খামারভাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইমামের স্ত্রী ও প্রতিবেশী এক শিশু আহত হন।

আহতরা হলেন, ইমামের স্ত্রী জুলেখা বেগম (৩৮) ও প্রতিবেশী শুকুর আলীর ছেলে নাঈমুর ইসলাম (৮)।

বিদ্যুৎ বিভাগ ও স্থানীয়রা জানান, ইমাম পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ইমাম, তাঁর স্ত্রী ও ওই শিশু বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত জুলেখা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শিশু নাঈমুলের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জুলেখা বেগম জানান, তাঁর স্বামী স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। স্বামী-স্ত্রী দুজন মিলে বিদ্যুতের কাজ করার সময় শিশুটি তাদের কাজ দেখছিল। অসাবধানতাবশত তাঁরা তারের সঙ্গে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, বিদ্যুতায়িত হয়ে তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পথে হাসমত আলী মারা যান। বর্তমানে শিশু নাইমুলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে সুস্থ আছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড