হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ী

করাতকলে অতিষ্ঠ রোগী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজসংলগ্ন স্থানে আ.লীগ নেতা মানিক রতনের অবৈধ করাতকল। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগের একাধিক নেতা অবৈধ করাতকল চালাচ্ছেন। উপজেলায় থাকা মোট ৩০টি করাতকলের ২৪টি অবৈধ বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসন ও বন বিভাগের তদারকি না থাকায় এসব করাতকল চালানো সম্ভব হচ্ছে।

কলগুলোতে নির্বিচারে কাটা হচ্ছে ফলদ, ঔষধিসহ বিভিন্ন বনজ গাছ। রাতে কিংবা দিনে নিয়ন্ত্রণহীনভাবে চলছে কাঠ চেরাইয়ের কাজ। এতে দূষিত হচ্ছে পরিবেশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করাতকল বিধিমালা, ২০১২ মোতাবেক, কোনো সরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, উদ্যান এবং জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি করে, এমন স্থান থেকে কমপক্ষে ২০০ মিটার এবং সরকারি বনভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। এ ছাড়া সকাল ৬টার পূর্বে এবং সন্ধ্যা ৬টার পরে করাতকল চালানোর নিয়ম না থাকলেও এসব তোয়াক্কা করছেন না অবৈধ করাতকল মালিকেরা।

বন বিভাগের তথ্যমতে, উপজেলায় মোট ৩০টি করাতকল রয়েছে। এর মধ্যে ২৪টি অবৈধ, এগুলোর অনুমতিপত্রও নেই। শুধু ৬টি করাতকলের বৈধতা রয়েছে।

নিয়মনীতি উপেক্ষা করে সড়কের পাশে করাতকল স্থাপনের ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। একইভাবে পাড়া-মহল্লায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা করাতকলের কারণে বিকট শব্দে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষ এবং আশপাশের কোমলমতি শিশুসহ ছাত্র-ছাত্রীদের।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসন ও বন বিভাগের তদারকির অভাবেই ব্যাঙের ছাতার মতো যত্রতত্র অবৈধভাবে গড়ে উঠেছে এসব করাতকল। নাম প্রকাশ না করার শর্তে কয়েক করাতকল মালিক বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে মিল চালানো হচ্ছে।’

নীতিমালা অমান্য করে ফুলবাড়ী সরকারি কলেজসংলগ্ন স্থানে অবৈধ করাতকল চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মানিক রতন। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার ২৪ নম্বর আসামি। বর্তমানে জামিনে আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ক্ষমতার দাপটে তাঁর এই কল চালিয়ে গেছেন, যা এখনো বহাল তবিয়তে রয়েছে।

একইভাবে পৌর শহরের জনবসতি এলাকায় অবৈধ করাতকল চালাচ্ছেন আরও এক আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিতেন্দ্রনাথ বর্মণ। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার ২০ নম্বর আসামি।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে অবৈধ করাতকল। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ নেতা মানিক রতন বলেন, ‘আমরা ২০-৩০ বছর ধরে এই করাতকল চালাচ্ছি। প্রথমে আমার বাবার নামে ছিল। এরপর আমার ভাই রফিকুল ইসলামের নামে লাইসেন্স করি। তবে হালনাগাদ করা হয়নি। দেড় বছর আগে টাকা জমা দেওয়া হলেও কর্তৃপক্ষ হালনাগাদ করেনি। তারা নবায়ন না করলে আমাদের কী করার আছে?’

অবৈধ তালিকায় থাকা হাসপাতালসংলগ্ন করাতকলের মালিক ইউসুফ আলী বলেন, ‘এর আগে আবেদন করেছিলাম লাইসেন্স দেয়নি। গত বছরের ২১ মে আমাকে মামলা দিয়েছে, মামলা চলমান রয়েছে।’

করাতকলের মালিক আওয়ামী লীগ নেতা জিতেন্দ্রনাথ বর্মণ বলেন, ‘আগে আমার লাইসেন্স ছিল। নবায়নের জন্য আবেদন করেছি, পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে নবায়ন হয়নি। বারবার তাগাদা দিয়েও নবায়ন হচ্ছে না। নতুন করে আবেদন করেও কাজ হচ্ছে না।’

বন বিভাগের ফুলবাড়ী বিট অফিসার শহিদুর রহমান বলেন, ইতিপূর্বে ৫টি করাতকল মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বাকিগুলোকে লাইসেন্স করার জন্য তাগাদা দিয়ে নোটিশ করা হয়েছে।

বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আলামিন হক বলেন, ‘অনেকে আদালতের আদেশ অমান্য করে চালু রেখেছে। বিষয়গুলো নিয়ে জেলা মিটিংয়ে জানানো হয়েছে। শিগগির উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলী জানান, ‘বন বিভাগের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে বৈধ-অবৈধ করাতকলের তালিকা নিয়ে বিধি মোতাবেক অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ