হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

আরও ২ মামলায় গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি সুজন

প্রতি‌নি‌ধি ঠাকুরগাঁও

হত‌্যা মার‌পিট ও চাঁদাবাজির দুই মামলায় ঠাকুরগাঁও ২ আস‌নের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হত্যা মার‌পিট ও চাঁদাবাজির দুই মামলায় ঠাকুরগাঁও ২ আস‌নের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।

আজ রোববার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার ডাগা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন এই আদেশ দেন।

শোন অ্যারেস্ট দেখানোর বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। তি‌নি আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক‌টি হত‌্যা মামলায় মাজহারুল ইসলাম সুজনকে আদাল‌তে তোলা হ‌লে বিচারক তা‌র জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। একই মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ১০ দিনের রিমান্ড আবেদন নাকচ করে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।

প‌রে বা‌লিয়াডাঙ্গী থানায় মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে দা‌য়ের হওয়া আরেক‌টি মার‌পিট ও চাঁদাবাজির মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুনের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন।

রোববার ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহিদ বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় সা‌বেক এম‌পি সুজন‌কে নতুন ভা‌বে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। অপর এক‌টি হত‌্যা ম‌ামলায় যুবলীগ নেতা সমীর‌কে কারা ফটকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সা‌বেক এম‌পি সুজন ও যুবলীগ নেতা সমীর দত্ত‌কে আদালতে হাজির করা হয়। প‌রে আদালতের কার্যক্রম শেষ করে দুজন‌কে দিনাজপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু