হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বিদ্যুৎ অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে গ্রাহকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন বিভিন্ন এলাকায় অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ যেমন নানা সমস্যায় পড়ছেন, সেচ–সংকটের কারণে ক্ষতির মুখে পড়ছে বোরো ফসলের খেত। তাই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বাসিন্দা সোহাগ হাসান বলেন, ‘শুরু থেকেই আমরা রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর আওতায় রয়েছি। কিন্তু দীর্ঘ সময় ধরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আমরা অতিষ্ঠ। গরমের এই সময়ে আধা ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। যে কারণে পরিবারের বয়স্কদের কষ্ট বেড়েছে, শিক্ষার্থীরাও পড়াশোনা করতে পারছে না।’

মিজানুর রহমান নামের আরেক গ্রাহক বলেন, ‘আমাদের বাড়ি নীলফামারী। আমরা চাই নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আমাদের বিদ্যুৎ সংযোগ ও সরবরাহ করা হোক। যেকোনো সমস্যায় রংপুর আসাটাও আমাদের জন্য কষ্টকর। তা ছাড়া আমরা কোনো সমস্যায় পড়লে রংপুর পল্লী বিদ্যুতের কর্মকর্তা–কর্মচারীদেরও সহজে পাই না।’

একই ইউনিয়নের বাসিন্দা আতিকুর রহমান চৌধুরী বলেন, ‘এখন মাঠে বোরো ধানসহ বিভিন্ন ফসল রয়েছে। যেগুলোতে সেচের জন্য আমাদের পল্লী বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। কিন্ত আমরা কোনো রকম বিদ্যুৎ পাচ্ছি না। দীর্ঘক্ষণ পরে যদি বিদ্যুৎ আসেও, পানি ছাড়লে সে পানি জমিতে যাওয়ার আগেই আবার বিদ্যুৎ চলে যায়। এভাবে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে গ্রাহকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ফুয়াদ বসুনিয়া নামের আরেক গ্রাহক বলেন, ‘দিনে ৮-১০ বার বিদ্যুৎ যাওয়া–আসা করে। তাতে বিদ্যুৎ থাকে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ মিনিট অথচ লোডশেডিং দেয় এক থেকে দেড় ঘণ্টা করে। আমরা এই সমস্যার সমাধান চাই।’

রবিউল হোসেন সুজন নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের লোডশেডিং কমানোর দাবি করে এলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আজ বিদ্যুৎ অফিস ঘেরাও করে মানববন্ধন করছি। তিন প্রজন্ম ধরে আমরা রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর আওতায় জিম্মি হয়ে আছি। আমরা এই জিম্মিদশা থেকে মুক্তি চাই।’

লোডশেডিংয়ের কথা স্বীকার করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর জেনারেল ম্যানেজার খোরশেদ আলম বলেন, ‘আমরা সব সময় গ্রাহকদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে লোডশেডিংয়ে তাদের কষ্ট হয় আমরা বুঝি। কিন্তু আমাদের কিছু করার নাই। ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়। তবে নীলফামারীতে আরও একটি সাবস্টেশন নির্মাণ করার পরিকল্পনা চলছে। সেটা হলে সমস্যা কিছুটা কমবে বলে আশা করি।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড