রংপুরে চিরকুট লিখে নাভা কৃষ্ণা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
কৃষ্ণা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার রণজিৎ কুমার দাসের মেয়ে। সে রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, কৃষ্ণার পরিবার নগরীর মুন্সিপাড়া এলাকার সেলিম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে নিজ ঘরে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে বাড়ির লোকজন গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল-‘আমাকে ক্ষমা করো, তোমাদের আবদার পূরণ করতে পারলাম না।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হোসেন আলী বলেন, চিরকুট দেখে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে।
ওসি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।