হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় দুজনকে ছুরিকাঘাত, আটক ১

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় লাঙল সমর্থিত কর্মীর ছুরিকাঘাতে নৌকা সমর্থিত দুই যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান রুবেল (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে ইউনিয়নের দলুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই যুবক হলেন- ওই এলাকার শাজাহান আলীর ছেলে সাগর ইসলাম (১৯) এবং মন্তাজ আলীর ছেলে লায়ন হোসেন (২২)। 

আটক মেহেদী হাসান রুবেল একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার ফারাজুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি। চলমান ইউপি নির্বাচনে রুবেল জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেনের কর্মী হিসেবে কাজ করছেন। 

স্থানীয়রা জানান, ভোটকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রুবেল এবং তাঁর লোকজন সাগর এবং লায়নের ওপর হামলা করে। ধারালো ছুরি দিয়ে তাঁদের শরীরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় ঘাতকেরা। পরে গুরুতর আহত অবস্থায় সাগর এবং লায়নকে উদ্ধার করে স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। 

এদিকে ঘটনাস্থলে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মূসা কলিমুল্লার লোকজন গিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে একটি বাড়ি থেকে রুবেলকে আটক করে। 

ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক ও নৌকা সমর্থিত কর্মী জাকির হোসেন জুয়েল বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। আমাদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় একজনকের আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ