হোম > সারা দেশ > রংপুর

রংপুরে শুকনো পুকুরে মিলল পরিত্যক্ত অস্ত্র

রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর একটি পুকুর থেকে তিনটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র, তিনটি ফাঁকা ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর হাজিরহাটের অভিরাম এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, মুক্তিযুদ্ধের সময় এই আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। 

স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর মহানগরীর হাজিরহাটের অভিরাম এলাকা একটি শুকনো পুকুরে বিকেলে একদল কিশোর খেলছিল। এ সময় তাঁরা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট দেখতে পান। এরপর মাটি খুঁড়ে সেটি বের করলে সেখানে পুরোনো তিনটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মার্ক থ্রি, একটি এলএমজি, একটি এসএমজি রাইফেল, তিনটি ফাঁকা ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার এসআই বাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিরাম এলাকার ওই পুকুর থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো ১৯৭১ সালের হতে পারে। অস্ত্রগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড