হোম > সারা দেশ > দিনাজপুর

নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুমহাল ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই  নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা ও নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, কৃষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মতিন, আরশেদ আলী প্রমুখ। 

কর্মসূচিতে বক্তারা বলেন, আত্রাই নদী পাড়ের জমিতে পাট, ধান, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চরের ফসল। সরকারিভাবে বালুমহাল থেকে দীর্ঘ দিন ধরে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে শত শত বিঘা আবাদি জমি। এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

বক্তারা আরও বলেন, ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে প্রতিদিন ২০০ শতাধিক গাড়িতে করে এখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্থানীয় রাস্তাঘাটের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির শব্দ আর ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত বছর ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মানববন্ধনে শিগগিরই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন বক্তারা।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ