হোম > সারা দেশ > দিনাজপুর

নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুমহাল ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই  নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা ও নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, কৃষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মতিন, আরশেদ আলী প্রমুখ। 

কর্মসূচিতে বক্তারা বলেন, আত্রাই নদী পাড়ের জমিতে পাট, ধান, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এখানকার মানুষ জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চরের ফসল। সরকারিভাবে বালুমহাল থেকে দীর্ঘ দিন ধরে অপরিকল্পিতভাবে অবাধে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে শত শত বিঘা আবাদি জমি। এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

বক্তারা আরও বলেন, ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে প্রতিদিন ২০০ শতাধিক গাড়িতে করে এখান থেকে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এতে স্থানীয় রাস্তাঘাটের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ির শব্দ আর ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত বছর ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মানববন্ধনে শিগগিরই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দেন বক্তারা।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস