হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে পরীক্ষা দিতে গিয়ে প্রচণ্ড দাবদাহে জ্ঞান হারায় ২ শিক্ষার্থী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রচণ্ড দাবদাহে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন ও পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ বুধবার দুপুর ১২টা ও দুপুর ১টায় উপজেলার উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। তারা দুজনই ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল আমিন আজকের পত্রিকাকে জানান, বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পর বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী প্রচণ্ড দাবদাহের কারণে অচেতন হয়ে পরীক্ষার কক্ষেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর নবম শ্রেণির অপর ছাত্র পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের পাশের রাস্তায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজনসহ তাকেও উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অচেতন অবস্থায় ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। তারা এখন শঙ্কামুক্ত।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার