হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রেলস্টেশনে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম রেলস্টেশনে বসে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজনকে আটক করা হয়। 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়। 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের কামার পাড়ার নাহিদ হাসান (২০), কালে ডাক্তার পাড়ার রিয়াদুজ্জামান স্বচ্ছ (২১), নাজিরা ব্যাপারীপাড়ার মিহাদ (২৬) এবং একই এলাকার সাদ (২২)। তারা সবাই শিক্ষার্থী বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে। এর মধ্যে দুইজন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় কুড়িগ্রাম রেলস্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনরত অবস্থায় চার তরুণকে আটক করা হয়। 

এ সময় একজনের পকেট থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। পরে তাঁরা মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন। 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, সাজা দেওয়ার পর ওই চার তরুণকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ