হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রেলস্টেশনে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম রেলস্টেশনে বসে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজনকে আটক করা হয়। 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের ১০০ টাকা করে জরিমানা করা হয়। 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের কামার পাড়ার নাহিদ হাসান (২০), কালে ডাক্তার পাড়ার রিয়াদুজ্জামান স্বচ্ছ (২১), নাজিরা ব্যাপারীপাড়ার মিহাদ (২৬) এবং একই এলাকার সাদ (২২)। তারা সবাই শিক্ষার্থী বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে। এর মধ্যে দুইজন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় কুড়িগ্রাম রেলস্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে প্ল্যাটফর্মে বসে গাঁজা সেবনরত অবস্থায় চার তরুণকে আটক করা হয়। 

এ সময় একজনের পকেট থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। পরে তাঁরা মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন। 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, সাজা দেওয়ার পর ওই চার তরুণকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু