হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঠাকুরগাঁও আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য সুজনকে সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে পুলিশ। এ সময় সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে পাঁচ দিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ চারজনকে মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে নির্দেশদাতা হিসেবে আসামি করে হত্যা মামলা করা হয়। ফজলে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর মাজহার ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁর বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামে আরেক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ