হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঠাকুরগাঁও আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য সুজনকে সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে পুলিশ। এ সময় সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে পাঁচ দিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ চারজনকে মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে নির্দেশদাতা হিসেবে আসামি করে হত্যা মামলা করা হয়। ফজলে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর মাজহার ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁর বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামে আরেক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত