হোম > সারা দেশ > রংপুর

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—রংপুর জেলার সাতমাথা এলাকার মো. সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে থাকা ইউক্লিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা খায়। তাতে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের। খবর পেয়ে থানা-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। 

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মামুন হক বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে বিস্তারিত জানা যাবে। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন এলেই হস্তান্তর করা হবে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু