হোম > সারা দেশ > দিনাজপুর

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলিতে ভোক্তা-অধিকারের অভিযান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার উপজেলার হিলি বাজার ও বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজন আড়তদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। 

মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে অস্থিরতা বিরাজ করছে। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারসহ বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছি। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটি গতকাল কার্যকর হয়নি। তবে আজ থেকে তা কার্যকর হতে পারে।’ 

সহকারী পরিচালক মমতাজ বেগম আরও বলেন, ‘পেঁয়াজ আড়তদারদের সতর্ক করে দিয়েছি। আগের আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা যাবে না। আড়তে পেঁয়াজের আমদানিসহ ক্রয়-বিক্রয়ের সব কাগজপত্র আপডেট রাখতে হবে। এ বিষয়ে আমদানিকারকদের সতর্ক করা হয়েছে। 

‘এ ছাড়া বাজারে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা এবং পেঁয়াজের আড়তে অস্বাস্থ্যকর পরিবেশ গুড় মজুত রাখার দায়ে আরেক আমদানিকারককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু