হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন (৪২) নামের একজন নিহত হয়েছেন। আজ রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, রুহুল আমিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আজ বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে রুহুল আমিন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা রুহুল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড