হোম > সারা দেশ > রংপুর

ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে নগরীর কলেজ রোডের নীলাঞ্জনা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) ইজার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রের নাম শহিদুল ইসলাম শহিদ। তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি রংপুরে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করছিলেন।

পুলিশ জানায়, শহিদ এক মাস আগে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য রংপুর শহরে আসেন। আজ সকাল থেকে তাঁর ঘরের দরজা বন্ধ দেখে মেসের অন্য ছাত্ররা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়।

উপপরিদর্শক (এসআই) ইজার আলী জানান, মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে এতে কারও নাম লেখা নেই। নোটে বলা হয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাঁর মৃত্যুতে যেন কোনো মামলা না হয়।

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ধারণা করা হচ্ছে, হতাশা থেকে ছেলেটি আত্মহত্যা করেছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু