হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

নিখোঁজ স্কুলছাত্রী সুমাইয়া। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।

সুমাইয়া উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ না মেলায় সুমাইয়ার পরিবারে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ নিয়ে মাহিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুমাইয়ার বড় ভাই মাসুদ রানা জানান, ৬ নভেম্বর সকাল ১০টার দিকে সুমাইয়া স্কুলড্রেস পরে তার মাকে খেলার কথা বলে বাড়ির বাইরে যায়। সেদিন দুপুরের দিকে তার মা তাকে খোঁজ করতে থাকলে সুমাইয়ার খেলার সাথিরা জানায়, সে তার বান্ধবীর জন্মদিনের কথা বলে অনেক আগেই চলে গেছে। পরে তার মা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সেদিন তার কোনো বান্ধবীর জন্মদিন ছিল না। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। সুমাইয়ার স্কুলে খোঁজখবর নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু