হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বোন-ভাগনেকে পেটানো সেই ইউপি সদস্য গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুরে বোন ও তিন ভাগনেকে পিটিয়ে জখম করার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সামাসহ তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তারের পর আজ রোববার সকালে পুলিশ তাঁদের জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর মরিচাকান্দি গ্রামের বাসিন্দা ও রাজীবপুর সদর ইউপি সদস্য আবু সামা (৪৮), তাঁর ভাই আব্দুল বারী (৪২) ও হজরত আলী (৩৮)।

জানা গেছে, গত ১৩ মার্চ বোনদের অংশ না দিয়েই জমি লিখে নিতে মা রোকেয়া বেগমকে নিয়ে যাওয়া হয় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে। খবর পেয়ে সেখানে গিয়ে জমি লিখে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ভাগনে হাসান আলী (৩২) হোসেন আলী (২৮), আমির হোসেন (৩০) ও বোন আমেলা বেগমকে মারধর করা হয়।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন রাতেই হাসান আলী বাদী হয়ে তাঁর মামা ইউপি সদস্য আবু সামাসহ চারজনকে আসামি করে রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, বোন-ভাগনেকে মারধরের ঘটনার সত্যতা পাওয়ায় লিখিত অভিযোগটি গতকাল শনিবার মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে ইউপি সদস্য আবু সামাসহ তিন ভাইকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ