হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বোন-ভাগনেকে পেটানো সেই ইউপি সদস্য গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুরে বোন ও তিন ভাগনেকে পিটিয়ে জখম করার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সামাসহ তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তারের পর আজ রোববার সকালে পুলিশ তাঁদের জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর মরিচাকান্দি গ্রামের বাসিন্দা ও রাজীবপুর সদর ইউপি সদস্য আবু সামা (৪৮), তাঁর ভাই আব্দুল বারী (৪২) ও হজরত আলী (৩৮)।

জানা গেছে, গত ১৩ মার্চ বোনদের অংশ না দিয়েই জমি লিখে নিতে মা রোকেয়া বেগমকে নিয়ে যাওয়া হয় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে। খবর পেয়ে সেখানে গিয়ে জমি লিখে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ভাগনে হাসান আলী (৩২) হোসেন আলী (২৮), আমির হোসেন (৩০) ও বোন আমেলা বেগমকে মারধর করা হয়।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন রাতেই হাসান আলী বাদী হয়ে তাঁর মামা ইউপি সদস্য আবু সামাসহ চারজনকে আসামি করে রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, বোন-ভাগনেকে মারধরের ঘটনার সত্যতা পাওয়ায় লিখিত অভিযোগটি গতকাল শনিবার মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে ইউপি সদস্য আবু সামাসহ তিন ভাইকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ