হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

তরুণীকে অ্যাসিড নিক্ষেপের ৬ বছর পর যুবকের ১২ বছরের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপের অপরাধে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবককে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে একই মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আব্দুল হামিদ।

সাজাপ্রাপ্ত মামুন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। এ মামলার খালাস পাওয়া দুই আসামি হলেন—মামুনুর রশিদের বড় ভাই আব্দুল কুদ্দুস (৩৩) ও খোলড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে ফরহাত আলম (৩৪)। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রুমি আক্তার (২২) হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ১১ নভেম্বর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী রুমি আক্তার। পারিবারিক শত্রুতার জেরে হরিপুর টিঅ্যান্ডটি নামক এলাকায় রুমি আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে মামলার এজাহারভুক্ত আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা মাসুদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করে হরিপুর থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ ৬ বছর পর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ মামলায় রায় ঘোষণা করলেন আদালত। 

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু