হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ঈদের জামা কিনতে বেরিয়ে ট্রলির চাপায় বাবা ও শিশুসন্তানের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ইট বোঝাই ট্রলির ধাক্কায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা–ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চাঁদের বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–একরামুল হক ও তার ছেলে মাসুদ রানা। তারা উপজেলার ধর্মপুর গ্ৰামের বাসিন্দা। 

কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক মৃত্যুর নিশ্চিত করেছেন। 

নিহতের ছেলে মেহেদী হাসান জানান, ঈদের জন্য নতুন কাপড় কিনতে বাবা ছোট ভাইকে বাইসাইকেলের পেছনে নিয়ে ফুলবাড়ী সদরে যাচ্ছিলেন। তারা সদর ইউনিয়নের চাঁদের বাজারে আসামাত্র পেছন দিক থেকে শ্যালো মেশিন চালিত ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে বাবা–ছেলে মারাত্মক আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শুরুর কয়েক মিনিটের মধ্যে ছেলে মাসুদ রানা (৯) মারা যায়। পরে একরামুল হকের (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এ ঘটনায় পুলিশ ট্রলির ড্রাইভার মোকছেদুল হক ও সহযোগী মিলন বাবুকে আটক করেছে। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফিফা তাবাসসুম তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুজনের পালস্ রেট, অক্সিজেন স্বল্পতা এবং ইন্টারনাল হেমারেজ থাকায় সর্বোচ্চ চেষ্টা করে একজন চিকিৎসার কিছু সময় পর এ হাসপাতালে মারা যান। অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ