হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ঈদের জামা কিনতে বেরিয়ে ট্রলির চাপায় বাবা ও শিশুসন্তানের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ইট বোঝাই ট্রলির ধাক্কায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা–ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চাঁদের বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–একরামুল হক ও তার ছেলে মাসুদ রানা। তারা উপজেলার ধর্মপুর গ্ৰামের বাসিন্দা। 

কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক মৃত্যুর নিশ্চিত করেছেন। 

নিহতের ছেলে মেহেদী হাসান জানান, ঈদের জন্য নতুন কাপড় কিনতে বাবা ছোট ভাইকে বাইসাইকেলের পেছনে নিয়ে ফুলবাড়ী সদরে যাচ্ছিলেন। তারা সদর ইউনিয়নের চাঁদের বাজারে আসামাত্র পেছন দিক থেকে শ্যালো মেশিন চালিত ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে বাবা–ছেলে মারাত্মক আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শুরুর কয়েক মিনিটের মধ্যে ছেলে মাসুদ রানা (৯) মারা যায়। পরে একরামুল হকের (৪০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এ ঘটনায় পুলিশ ট্রলির ড্রাইভার মোকছেদুল হক ও সহযোগী মিলন বাবুকে আটক করেছে। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফিফা তাবাসসুম তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুজনের পালস্ রেট, অক্সিজেন স্বল্পতা এবং ইন্টারনাল হেমারেজ থাকায় সর্বোচ্চ চেষ্টা করে একজন চিকিৎসার কিছু সময় পর এ হাসপাতালে মারা যান। অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ