হোম > সারা দেশ > কুড়িগ্রাম

গোসল করতে গিয়ে বিদ্যুতে প্রাণ গেল ২ শিশুর 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গোসল করতে গিয়ে কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। আজ বুধবার উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতদের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতরা হলেন–রৌমারী উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের মেয়ে মাহি আক্তার (৮) ও বুদ্ধি মিয়ার মেয়ে বিন্দু আক্তার (৬)। আহত শিশু মারিয়া আক্তার (৮) ফজলুল হকের মেয়ে। তাঁদের সবার বাড়ি সোনাপুর গ্রামে। তাঁরা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাবরিনা ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, আজ (বুধবার) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে প্রথম গোসল করতে যায় ওই তিন শিশু। এরপর বাড়িতে এসে আবার বিদ্যুৎ চালিত মোটর পাম্পে গোসল করতে যায় তারা। এ সময় পাম্পের টিউবওয়েল চাপতে গেলে প্রথমে বিদ্যুতায়িত হয় শিশু মাহি আক্তার। 

পরে তাঁকে ছাড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয় অপর দুই শিশু বিন্দু আক্তার ও মারিয়া আক্তার। এ সময় শিশুদের চিৎকারে স্বজনরা ছুটে এসে তাদের উদ্ধার করে। 

এর মধ্যে ঘটনাস্থলেই শিশু বিন্দুর মৃত্যু হয় এবং আহতাবস্থায় শিশু মাহি আক্তারকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত শিশু মারিয়াকে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

রৌমারী থানার তদন্ত কর্মকর্তা মুশাহেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ