হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ব্রহ্মপুত্র নদে নেমে যুবক নিখোঁজ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলমারী নৌবন্দর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম সোহান (২২)।  তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তাঁর এক সন্তান রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীতে গোসলে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান সোহান। পরে আর তাঁকে দেখতে না পেরে সঙ্গে থাকা লোকজনের চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল তাঁকে না পেয়ে ফায়ার সার্ভিস কাজ সমাপ্ত করে। আজ শনিবার দুপুর পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। 

নিখোঁজ সোহানের সঙ্গে আসা তুহিন আরাফাত (২৮) বলেন, ‘সন্ধ্যায় চিলমারী নৌবন্দরে সবাই ঘুরতে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফুট দূরে চলে যায়। এ সময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলেও ধরতে পারেনি। আজ শনিবার দুপুর পার হলেও তাকে এখনো পাওয়া যায়নি।’ 

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আজ শনিবার সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। এখন পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি।’ 

চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু