হোম > সারা দেশ > দিনাজপুর

বাবার দান করা জমিতে প্রতিষ্ঠিত গির্জা গুঁড়িয়ে দিলেন দুই ছেলে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো চার্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো গির্জা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার এক ব্যক্তির দান করা জমিতে প্রতিষ্ঠিত চার্চ গুঁড়িয়ে দিয়েছেন তাঁরই দুই ছেলে। তাঁদের অভিযোগ, গির্জা তাঁর বাবার দেওয়া শর্তভঙ্গ করেছে।

গুঁড়িয়ে দেওয়া ইউনাইটেড বেথেনিক চার্চের সুপারভাইজার ইলিয়াস সরেন বলেন, খানপুর ইউনিয়নের দীঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি খ্রিষ্টানদের উপাসনালয় তৈরির জন্য ৩০ শতক জমি দান করেন। সেই জমির ওপর ২০০৮ সালে দুই তলাবিশিষ্ট ইউনাইটেড বেথেনিক চার্চের ভবন নির্মাণ করা হয়।

পরে মুচিয়া মার্ডির মৃত্যুর পর তাঁর ছেলেরা সেই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার মুচিয়া মার্ডির দুই ছেলে বিষান মার্ডি ও মিল্টন মার্ডি ভেকু নিয়ে এসে চার্চ গুঁড়িয়ে দিয়েছেন।

জানতে চাইলে বিল্ডিং ভাঙার কথা স্বীকার করে বিষান মার্ডি বলেন, জমিদানের সময় চাকরি দেওয়াসহ বিভিন্ন শর্ত ছিল। চার্চ কর্তৃপক্ষ শর্ত পূরণ না করায় তাঁরা চার্চের বিল্ডিং ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গুঁড়িয়ে দেওয়া চার্চের সুপারভাইজার গতকাল দুপুরে থানায় এসে এজাহার দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু