হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ

দিনাজপুর প্রতিনিধি

পৌষের বাকি এখনো তিন সপ্তাহ। এরই মধ্যে দিনাজপুরে কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। আজ মঙ্গলবার সারা দেশের মধ্যে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ বছরের অক্টোবরে দিনাজপুরে রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় শীতের আগমন ত্বরান্বিত হয়েছে। অক্টোবরে গড় বৃষ্টিপাত যেখানে ১২০ থেকে ১৩০ মিলিমিটার হয়, সেখানে এ বছর হয়েছে তিন গুণের বেশি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেমন কমেছে তাপমাত্রা, তেমনি শীতও এসেছে বেশ তাড়াতাড়ি। 

তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে অনেক বেলা অবধি ঘন কুয়াশার দেখা মিলছে। আজ বেলা ১১টার পর রোদের দেখা মেলে। কিন্তু রোদের তেজ ছিল না। এতে করে দিনের বেলায়ও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের পড়তে হয় বিড়ম্বনায়। শীতের কুয়াশার মধ্যেই বাসা থেকে বের হতে হয় তাদের। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দিনে তাপমাত্রা থাকছে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ