পৌষের বাকি এখনো তিন সপ্তাহ। এরই মধ্যে দিনাজপুরে কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। আজ মঙ্গলবার সারা দেশের মধ্যে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ বছরের অক্টোবরে দিনাজপুরে রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় শীতের আগমন ত্বরান্বিত হয়েছে। অক্টোবরে গড় বৃষ্টিপাত যেখানে ১২০ থেকে ১৩০ মিলিমিটার হয়, সেখানে এ বছর হয়েছে তিন গুণের বেশি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেমন কমেছে তাপমাত্রা, তেমনি শীতও এসেছে বেশ তাড়াতাড়ি।
তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। ভোর থেকে অনেক বেলা অবধি ঘন কুয়াশার দেখা মিলছে। আজ বেলা ১১টার পর রোদের দেখা মেলে। কিন্তু রোদের তেজ ছিল না। এতে করে দিনের বেলায়ও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের পড়তে হয় বিড়ম্বনায়। শীতের কুয়াশার মধ্যেই বাসা থেকে বের হতে হয় তাদের।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দিনে তাপমাত্রা থাকছে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস।