হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পুলিশের গুলিতে নিহত শিশুর কুলখানিতে ওসি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শিশুর কুলখানিতে অংশ নিয়েছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল। কুলখানিতে ওসির উপস্থিতিতে অনেকের ভয়ভীতি দূর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আজ শুক্রবার দুপুরে মীরডাঙ্গী মহেষপুর গুচ্ছগ্রামে নিহত শিশুর বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এ আয়োজনে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

গত বুধবার জেলার রানীশংকৈল উপজেলার তিনটি ইউপির ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার বাচোর ইউপির ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। পরে নির্বাচনোত্তর এক সহিংসতায় পুলিশের গুলিতে বাদশা মিয়ার ৮ মাস বয়সের মেয়ে শিশু সুরাইয়া মায়ের কোলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে দাবি তার পরিবারের। 

কুলখানি অনুষ্ঠানে ওসি এসএম জাহিদ ইকবাল, গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানি করা হবে না। নির্ভয়ে আপনারা এলাকায় থাকুন। পরের কথায় কান না দিয়ে আপনাদের নিজের কাজে মনোনিবেশ করবেন।’ 

উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, এই কুলখানিতে জেলা প্রশাসক ও রানীশংকৈল উপজেলা পরিষদসহ ওসি জাহিদ ইকবাল আর্থিক সহযোগিতা করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হলে প্রতিবাদ করা হবে।’ 

এদিকে আট মাসের শিশু সুরাইয়া নিহতের ঘটনার সত্যতা উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন—ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ ও জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। 

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার