হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পুলিশের গুলিতে নিহত শিশুর কুলখানিতে ওসি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শিশুর কুলখানিতে অংশ নিয়েছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল। কুলখানিতে ওসির উপস্থিতিতে অনেকের ভয়ভীতি দূর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আজ শুক্রবার দুপুরে মীরডাঙ্গী মহেষপুর গুচ্ছগ্রামে নিহত শিশুর বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এ আয়োজনে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

গত বুধবার জেলার রানীশংকৈল উপজেলার তিনটি ইউপির ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার বাচোর ইউপির ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। পরে নির্বাচনোত্তর এক সহিংসতায় পুলিশের গুলিতে বাদশা মিয়ার ৮ মাস বয়সের মেয়ে শিশু সুরাইয়া মায়ের কোলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে দাবি তার পরিবারের। 

কুলখানি অনুষ্ঠানে ওসি এসএম জাহিদ ইকবাল, গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানি করা হবে না। নির্ভয়ে আপনারা এলাকায় থাকুন। পরের কথায় কান না দিয়ে আপনাদের নিজের কাজে মনোনিবেশ করবেন।’ 

উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, এই কুলখানিতে জেলা প্রশাসক ও রানীশংকৈল উপজেলা পরিষদসহ ওসি জাহিদ ইকবাল আর্থিক সহযোগিতা করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হলে প্রতিবাদ করা হবে।’ 

এদিকে আট মাসের শিশু সুরাইয়া নিহতের ঘটনার সত্যতা উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন—ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ ও জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ