কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে গোসল করতে নেমে খাইরুল বাদশা (১১) নামের এক মাদ্রাসাছাত্র ডুবে মারা গেছে। আজ শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খাইরুল ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে পাগলারহাট হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র ছিল।
পাগলারহাট হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার শিক্ষক বজলুর রহমান বলেন, খাইরুল বাদশা মাদ্রাসার অনাবাসিক ছাত্র। শুক্রবার দুপুরের দিকে সে মাদ্রাসার পাশের পুকুরে গোসল নেমেছিল। সে জুম্মার নামাজ পড়তে আসেনি এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।