হোম > সারা দেশ > কুড়িগ্রাম

আগুনে ঘর পুড়ে নিঃস্ব চার পরিবার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় চার পরিবারের ছয়টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৭ লাখ টাকার মালামাল।

গত শনিবার মধ্যরাতে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই বাজারপাড়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের দিনমজুর আমজাদ হোসেনের বসতঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দিনমজুর আবু সাঈদ, মানিক মিয়া ও হিসাব উদ্দিনের বসতঘরে আগুন লেগে পুড়ে যায়। এতে চারটি পরিবারের ছয়টি বসতঘর, তিনটি ছাগল, ২০ মণ গম, ১৫ মণ পাট, দুইটি সোলার ও নগদ ২০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়েছে ক্ষতিগ্রস্ত এসব পরিবার।

স্থানীয়রা জানান, ওই এলাকা সোনাভরী নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। এ কারণে এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।

কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, কয়েলে থেকে আগুনের সূত্রপাত। এতে চার পরিবারের সমস্ত কিছু পুড়ে গেছে। ঘরে থাকা কোনো কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা করা হবে বলেও জানান চেয়ারম্যান।

রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেশকাতুর রহমান, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ